স্টিলের মতো শক্ত কাঠ আবিষ্কার (ভিডিও)

প্রসেসড উড তথা প্রক্রিয়াজাত করা কাঠ বাজারে গেলেই মিলবে। তবে ওটা দিয়ে কি আর স্টিলের কাজ হবে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ম্যাটেরিয়াল সায়েন্টিস্টরা কাঠকে এমনভাবে প্রক্রিয়াজাত করেছেন যাতে কাঠ হয়ে উঠেছে ইস্পাতের মতো শক্ত। এমনকি ওই কাঠ দিয়ে স্ক্রু-পেরেকও বানিয়ে দেখিয়েছেন গবেষকরা।

প্রক্রিয়াজাত করা কাঠের তৈরি একটি ছুরি দিয়ে গবেষকদের স্টেক কাটতেও দেখা গেছে অবলীলায়। তারা বলছেন, কাঠে মরিচা ধরে না। তাই এ ছুরি যতবারই ধোয়া হোক, এর ধার কমবে না।

কাঠের ছুরিতে কাটা হচ্ছে স্টেক

কীভাবে বানানো হলো ইস্পাতসম এ কাঠ? প্রথমেই বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় কাঠ থেকে সেলুলোজ ও লিগনিন নামের উপকরণগুলো সরিয়ে ফেলেছেন। যেগুলোর কারণে কাঠ নরম হয় ও সহজে বাঁকানো যায়। এরপর কিছু রাসায়নিক ব্যবহার করে কাঠ থেকে বের করেছেন সমস্ত পানি। সেইসঙ্গে প্রয়োগ করেছেন তাপ ও চাপ। এতে বেড়েছে ঘনত্ব। এই অবস্থাতেই শক্ত কাঠটিকে কেটে বিভিন্ন রূপ দিয়েছেন তারা।

বিজ্ঞানীরা জানালেন, এ কাঠের ওপর একটি মিনারেল তেলের প্রলেপও দেওয়া হয়। যার কারণে এর স্থায়িত্ব ইস্পাতের চেয়ে বহুগুণে বেড়ে যায়।

 

দেখুন কাঠের ছুরি ও কাঠের টুকরো কাঠের পেরেক লাগানোর ভিডিও

সূত্র: নিউ সায়েন্টিস্ট