ঢেকুর তুলে বিশ্বরেকর্ড

আপনার ঢেকুরের শব্দে কি গভীর ঘুমে আচ্ছন্ন কেউ লাফিয়ে উঠে পড়ে? তবে গিনেজ বুকে নাম লেখানোর স্বপ্নটা দেখতেই পারেন। কারণ বিশ্বরেকর্ডের আইটেম হিসেবে আছে ঢেকুরের শব্দও। সম্প্রতি যাতে রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার নেভাইল শার্প। ভেঙেছেন দশ বছরের পুরনো এক ইংরেজ ‘ঢেকুরবিদ’ পল ডানের রেকর্ড।

কত জোরে ঢেকুর তুলেছিলেন নেভাইল? শব্দ মাপার এককে রেকর্ড গড়া ঢেকুরটার শক্তি ছিল ১১২ দশমিক ৪ ডেসিবল। যা কিনা দেয়াল ফুটো করার বৈদ্যুতিক ড্রিল মেশিনের শব্দের চেয়েও বেশি!

কিশোরবেলা থেকেই জোরসে ঢেকুর তুলতেন নেভাইল। শুরুর দিকে এ নিয়ে সবাই বিরক্ত হলেও ভাগ্য খুলে যায় বিয়ের পর। ঢেকুরের শব্দ খানিকটা বাড়তেই তার স্ত্রী বললেন, তোমাকে দিয়েই হবে! উৎসাহের চোটে দিনরাত শুরু করলেন প্র্যাকটিস। আর রেকর্ড ভাঙার জন্য ৫১ বছর বয়সী নেভাইল তার ঢেকুর-চর্চা চালিয়ে গিয়েছিলেন গত পাঁচ বছর ধরে। অবশেষে গিনেজের স্বীকৃতি মেলার পর তুললেন তৃপ্তির ঢেকুর।

ঢেকুরের রেকর্ডে আছে নারী-পুরুষ ক্যাটাগরি। ইতালির এলিসা ক্যাগননির ১০৭ ডেসিবেলের রেকর্ডটা এখনও কোনও নারী ভাঙতে পারেননি।

 

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডট কম