তাহার লেজের বাহার! (ভিডিও)

এমন লেজ যার, তাকে পাতে ওঠাতে বুক কাঁপবে বিশ্বসেরা ভোজনরসিকেরও। নাম তার ওনাগাদোরি। জাপানি মুরগির জাত। যা কিনা রীতিমতো জাপানের ‘জাতীয় সম্পদ’ খেতাব পেয়েছে।

onagadori chicken (1)

ওনাগাদোরিকে জাপানের বাইরে দেখা যায় না। কারণ এর বাচ্চা ও ডিম রফতানি করা দেশটির আইনে রীতিমতো দণ্ডনীয়! অবশ্য জাপান ছাড়া অন্য দেশ বিশেষ করে ইউরোপের আবহাওয়ায় এ মোরগ-মুরগি টিকতেও পারে না।

onagadori chicken (3)

জন্মের পর থেকেই বাড়তে থাকে এ মোরগের লেজ। লেজখানা অন্তত দেড় মিটার লম্বা হলেই জাত রক্ষা পায় ওনাগাদোরির। সর্বোচ্চ ১১ দশমিক ৩ মিটার হওয়ার রেকর্ডও আছে এর লেজের।

onagadori chicken (2)

তবে যতই সুন্দর হোক, এ মোরগ-মুরগিকে টিকিয়ে রাখতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে স্থানীয় ব্রিডারদের। কারণ জরিপে দেখা গেলো আড়াইশ ব্রিডারের কাছে গুনে গুনে আড়াইশটি ওনাগাদোরি জাতের মোরগ-মুরগি আছে। এ জাতের মুরগি বছরে মাত্র ২৫টি ডিম পাড়ে বলে সহজে সংখ্যাও বাড়ে না।