মশা মেরে ধরা

ক্রাইম সিরিজের প্লটকেও হার মানাবে এ ঘটনা। চোর শনাক্ত করার অভিনব এ আইডিয়া ঝানু গোয়েন্দার মাথা থেকেও বেরুতো কিনা সন্দেহ আছে। চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝু শহরের পুলিশ সম্প্রতি এক চোরকে পাকড়াও করেছে মশা থেকে পাওয়া ‘ক্লু’ দিয়ে।

ঘটনা ঘটেছে শহরের এক উঁচুতলার অ্যাপার্টমেন্টে। বাসাটা সারারাত খালি পেয়ে এক পেশাদার চোর বেশ আয়েশ করে চুরি করে। সময় নিয়ে গুছিয়ে নিয়েছিল জিনিসপত্র। এমনকি দেয়ালে বসে থাকা মশাও মেরেছিল সে। আর সেই মশাই কিনা পরে কাল হয়ে দাঁড়ালো তার জন্য।

ফুঝুর পুলিশ এসে সব আলামত উদ্ধারের পরও বুঝতে পারছিল না এটা কার কাজ। দেয়ালে মরে থাকা মশার রক্ত চোখ এড়ায়নি তাদের। ফরেনসিকের সদস্যরা সংগ্রহ করলেন সেই রক্ত। বের করা হলো ডিএনএ রিপোর্ট। ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখতেই বেরিয়ে এলো চোরের বৃত্তান্ত। আগেও অনেকবার চুরির দায়ে ধরা পড়েছিল চাই নামের ওই চোর। এবারও পড়লো ধরা। জিজ্ঞাসাবাদে মশা মারার কথাও স্বীকার করেছে সে।

সূত্র: গ্লোবাল টাইমস