এভাবেও খেলা যায় ফুটবল

রাজনীতি বলুন আর ফুটবল, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় সবাই। কিন্তু ‘আলপাইন ফুটবলে’ সেটা পাবেন না। লেভেল তো দূরে থাক, প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ঢালু ময়দানে চালাতে হবে ড্রিবলিং, কর্নার কিক মারার আগে কষতে হবে অঙ্ক। সেইসঙ্গে মাথায় রাখতে হবে মাধ্যাকর্ষণ ও বিভব শক্তির সূত্র। ফিজিক্স থেকে ফিটনেস— দুটোই লাগবে এ খেলায় জিততে।

অস্ট্রেলিয়ান আলপসে দারুণ চলে এ খেলা। আলপাইন অঞ্চলের পাহাড়ের ঢালে খেলা হয় বলে নাম আলপাইন ফুটবল।

খুব বেশিদিন হয়নি এ খেলা চালু হয়েছে। যাদের হাত ধরে ঢালু এ ফুটবলের সূচনা, তাদের একজন ফ্রাঞ্জ মায়ার। তিনি বললেন, ‘আমরা ফুটবল দেখতাম এবং খেলাটাকে বোরিং মনে হতো। তারপর একদিন পেপি (আরেক আবিষ্কারক) আমাকে বললো, তারা যেভাবে খেলাটা খেলে সেটা অত কঠিন কিছু না। এটা পাহাড়ে খেলা উচিত।’

ঢালুতে একবার পড়লেই গড়িয়ে যেতে হবে বহুদূর

তবে মূল ব্যাপারটা হতে পারে— আলপস অঞ্চলে বড়সড় সমতল ভূমি পাওয়া যায় না বললেই চলে। তো সেখানে ফুটবল খেলতে হলে তো এমন কিছুই লাগতো। সমস্যা একটাই, পাহাড়ের ঢালে দৌড়ঝাঁপ করাটা আবার সবার কম্মো নয়।

 

সূত্র: ওডিটি সেন্ট্রাল