‘গড়ে ৯৫ শতাংশ বাজেট বাস্তবায়িত হয়’

অর্থমন্ত্রীবর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গত সাত বছরে ঘোষিত বাজেটের ৯৫ শতাংশ বাস্তবায়িত হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বর্তমান সরকার গড়ে ৯৫ শতাংশ বাজেট বাস্তবায়ন করেছে। শুক্রবার রাজধানীর ওসমানি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকারের চেয়ে পারফরমেন্স (রাজস্ব আদায়) ভালো করার কোনও প্রয়োজন নেই। বর্তমান সরকারের গড়ে ৯৫ শতাংশ বাজেট বাস্তবায়ন হয়েছে। কোনও সরকারের বাজেট বাস্তবায়ন ৮৮ শতাংশের বেশি হয়নি।
জেলা বাজেটের বিষয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, জেলা বাজেটের উদ্দেশ্য ছিল আমরা একটি জেলায় কতটা কাজ করছি তা দেখা। সরকারের বিভিন্ন শাখা-প্রশাখা মাঠ পর্যায়ে কাজ করে। একটি জেলাকে একটি ইউনিট ধরে কী ধরনের সেবা দেওয়া যায় এবং সেখানে কী ধরনের ব্যয় হবে? তা পরীক্ষা করার প্রয়োজন ছিল। আমি সেসব তথ্য পেয়ে গেছি। এজন্য এ বছর আর জেলা বাজেট দেয়নি।
তেলের দাম কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও আমরা সে রকম কিছুই করিনি। তবে এই কমানোর প্রক্রিয়াটি চলমান। প্রধানমন্ত্রীর উপদেশ মতো এটা করা হয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম আকস্মিকভাবে কমলেও আমাদের সাবধানে সেটা বিবেচনা করা উচিত। কারণ ইতোমধ্যেই বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৫০ ডলার হয়ে গেছে।

আরও পড়তে পারেন: বাজেট পাস না হলেও মোবাইল ফোন থেকে টাকা কাটা শুরু

/এসএনএইচ/এমএনএইচ/