প্রেসক্লাবে স্টেজ তৈরির সময় ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধারজাতীয় প্রেসক্লাব চত্বরে স্টেজ তৈরির সময় ওপর থেকে পড়ে মো. ফারুক (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আগামী ১৮ তারিখে অনুষ্ঠিতব্য এক ইফতার মাহফিলের জন্য ওই স্টেজ তৈরি করা হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফারুকের বাড়ি বরিশালের ধুমকি উপজেলার মোরাদিয়া গ্রামে। বর্তমানে তিনি খিলগাঁও এলাকায় থাকতেন।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে স্টেজ তৈরির কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় স্টেজের ছাদ নির্মাণের সময় ওপর থেকে নিচে পরে যায় ফারুক। পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মী রায়হান তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএনএইচ/এএইচ/