আলাউদ্দিন মার্কেটে আগুন

তদন্ত কমিটি গঠন, ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানীর উত্তরার আলাউদ্দিন মার্কেটের লিফট ছিঁড়ে হতাহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করছে ফায়ার সার্ভিস। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুটি পৃথক টিম। রাজউক ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

ভবনে আগুনবাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বাংলা ট্রিবিউনকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মার্কেটের লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী, দুই শিশুসহ ছয়জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। একই ঘটনায় আরও অর্ধশত মানুষের আহত হওয়ারও খবর পাওয়া গেছে। নিহতদের লাশ বাংলাদেশ মেডিক্যালে রাখা হয়েছে।

এছাড়া আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ট্রপিক্যাল হোমস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান এবং তার ১০ বছরের মেয়ে মেহনাজ হাসান মায়েশা ও আট মাসের ছেলে মুনতাকিন হাসান। মামুন (২৫) নামে আরও এক তরুণকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনার পর রাত ৯টার দিকে রাজউক ও ডিএনসিসি’র দুটি পৃথক দল ভবনটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাজউক দল ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

ভবনের নিরাপত্তাকর্মী জালাল জানান, হঠাৎ ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। লিফটের নিরাপত্তা বেষ্টনীর গ্লাস ভেঙে সব রাস্তার দিকে চলে আসে। আমার মাথায় ও হাতে লেগে কেটে গেছে। এরপর ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন আর ধোঁয়া দেখতে যায়। এ সময় অনেকে দৌড়ে বের হয়ে আসেন। আবার অনেকেই বের হতে পারেননি।

ঢাকা মহানগর উত্তরা বিভাগের ডিসি বিধান ত্রিপুরা আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের জানান, কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে।

/এআরআর/এমও/