‘আমরা খুব বিপদে আছি, শুধু গুলি আর গুলি’

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালানোর শুরুতেই পুলিশের উপর দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ ছাড়াও গুলি চালিয়েছে জঙ্গিরা। সোমবার দিবাগত রাতে স্থানীয় এক বাসিন্দা শামসুল আলম তার নিজের ফেসবুকে এসব ঘটনার কথা জানিয়েছেন।

শামসুল আলমের ফেসবুক স্ট্যাটাসবিস্ফোরণ আর গুলির শব্দের পাশাপাশি জঙ্গিদের স্লোগান পাশের ৩ নম্বর রোড থেকে শোনা গেছে বলেও জানান তিনি। গুলি আর জঙ্গিদের স্লোগানের বিষয়ে ৪ ঘণ্টা আগে ফেসবুকে শামসুল আলম লেখেন, ‘আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা খুব বিপদে আছি। শুধু গুলি আর গুলি, জঙ্গিদের স্লোগান। কল্যাণপুর ৩ নম্বর রোড। জানি না বাহিরে কি হচ্ছে।’

এর কাছাকাছি সময়েই আরেক স্ট্যটাসে তিনি লেখেন, ‘আল্লাহ আমাদের রক্ষা কর। আমরা প্রশাসনকে একাধিকবার জানাচ্ছি, তারা শুধু বলছে তারাও নাকি অপারেশনে আছে। কিন্তু আমরা শুধু জঙ্গিদেরই আওয়াজ শুনছি।’

শামসুল আলমের ফেসবুক স্ট্যাটাসপরে সর্বশেষ স্ট্যাটাসে তিনি জানান, ‘সর্বশেষ ৩.১৭ মিনিটে জঙ্গিদের স্লোগান আর গুলির শব্দ শুনেছি। এখন নিঃশব্দ। প্রশাসন বা জঙ্গি, কোনও পক্ষেই আওয়াজ নেই। সম্ভবত আমাদের বাসার গেট ভেঙে ফেলা হয়েছে। আমাদের বাসায় সম্ভবত প্রশাসন অবস্থান করছে। তবে ১০০% বলতে পারছি না। কিছু সূত্রে জানতে পারলাম সকাল প্রশাসনের অভিযান চলবে। জানি না কি হয়। সবার কাছে দোয়া চাই। আমাদের জন্য দোয়া করুন।’

প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে পুলিশ এ অভিযান শুরু করে। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

/এমও/