হাতি উদ্ধারের ব্যর্থতা নিয়ে হাইকোর্টে রিট

রেসিডেন্সিয়াল মডেল কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের উল্লাস (1)ভারত থেকে বানের জলে ভেসে আসা হাতি ‘বঙ্গ বাহাদুর’ উদ্ধারে ব্যর্থতার অভিযোগ এনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুচ আলী আকন্দ।
রিটে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।
পাশাপাশি ব্যর্থতায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আবেদন জানানো হয়েছে।রিটের বিষয়ে তিনি বলেন, সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদ অনুসারে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।কিন্ত ভারত থেকে আসা হাতিটি সংরক্ষণ ও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা।
রিটে মৎস ও পশুসম্পদ, বন ও পরিবেশ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, প্রানিসম্পদ অধিদফতরের মহাপরিচালক এবং জামালপুরের জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

গত ২৬ জুন বন্য হাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে কুড়িগ্রাম সীমান্ত হয়ে বিভিন্ন জেলা ঘুরে শেষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে অবস্থান করছিল। তাকে উদ্ধারে বেশ কয়েকটি টিম অভিযান চালিয়ে ব্যর্থ হলে গত ১৬ আগস্ট হাতিটি মারা যায়।

/ইউআই/এমএসএম/