বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ অবৈধ, টাকা ফেরত দেওয়ার নির্দেশ





হাইকোর্ট

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর শতকরা ১৫ ভাগ করারোপ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে যে কর নেওয়া হয়েছে, তা ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার একাধিক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ ভাগ করারোপ করা হয়। পরে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। রিটের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ডিসেম্বরে হাইকোর্ট রুল জারি করে। এ রুল জারির পর আরও একাধিক বেসরকারি ইউনিভার্সিটি হাইকোর্টে একাধিক রিট দায়ের করে। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের কাজ রুটিন ওয়ার্ক করা। কিন্তু তারা এ ধরনের ভ্যাট আরোপের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে , যা বেআইনি।
ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন:

ঈদের ছুটি টানা ৬ দিন

জবি ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নিতে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

কারাগারের জায়গায় জাদুঘর-পার্ক, অন্য কিছু নয়