হিজড়াদের পিটুনিতে শ্রমিক আহত

বংশাল_17943টাকা দিতে দেরি করায় মোহাম্মদ হোসেন নামের এক জুতা কারখানার শ্রমিককে পিটিয়ে আহত করেছে চার জন হিজড়া। শনিবার সন্ধ্যা ৬টায় বংশাল সিদ্দিকবাজার পানির ট্যাংকের পাশে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক হোসেন জানান,  সন্ধ্যার দিকে ৪ জন হিজড়া কারখানায় ডুকে তার কাছে ১০০ টাকা চায়। কিন্তু কারখানায় মালিক না থাকায় টাকা দিতে দেরি হচ্ছিল তার। এতে হিজড়ারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে পাশে থাকা কাঠের টুকরা দিয়ে তার মাথায় আঘাত করে ওই চার হিজড়া। এরপর তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন,  ‘হোসেনকে আহত অবস্থায় সাড়ে ৬টায় ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি নিউরো সার্জারি বিভাগে ১০৩ নাম্বার কক্ষে চিকিৎসারত আছেন।’

তবে আক্রমণকারী হিজড়াদের পরিচয় জানাতে পারেননি হোসেন। তিনি বলেন, ‘ওরা একেক সময় একেকজন আসে। আজকে চারজন আসছিল। চেহারা চিনি কিন্তু নাম জানি না।’

/এআইবি/আরজে/এমডিপি/