ঘুষ গ্রহণের সময় ভূমি সহকারী কর্মকর্তা গ্রেফতার

দুদকভূমি নামজারির বিনিময়ে ঘুষের টাকা নেওয়ার সময় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনছার আলীকে গ্রেফতার করছে দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ টিম। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা ভূমি অফিস এলাকা থেকে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি  জানানো হয়।
দুদক জানিয়েছে, ভুয়াপুর উপজেলার বাসিন্দা আব্দুল করিম জমির নামজারি ও জমা খারিজের জন্য ভূমি সহকারী মো. আনছার আলীর কাছে যান। কাজটি করে দেওয়ার জন্য আনছার আলী ১০ হাজার টাকা দাবি করেন। দর কষাকষির পর তিনি পাঁচ হাজার টাকার  বিনিময়ে কাজটি করে দিতে রাজি হন।
ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানানো হলে ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। ঘুষ গ্রহণের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ (বৃহস্পতিবার) দুপুর থেকেই ভুয়াপুর উপজেলা ভূমি অফিস এলাকায় দুদক কর্মকর্তারা অবস্থান নেন।
এরপর বেলা সাড়ে ১২ টায় আব্দুল করিমের কাছ থেকে ঘুষ বাবদ পাঁচ হাজার টাকা নেওয়ার সময় ভূমি সহকারী কর্মকর্তা মো.আনছার আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে এ বিষয়ে ভুয়াপুর  থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরজে/এপিএইচ/