ছাদে বাগান থাকলে ১০ শতাংশ কর মওকুফ

15225235_1131839523531051_34603277_o

ছাদবাগানে আগ্রহী করতে ‘গ্রিন অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে সবুজ ঢাকা নামে একটি পরিবেশবাদী সংগঠন। ছাদে বাগান আছে এমন ১০ জনকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। পুরস্কার হিসেবে বিজয়ীদের বাড়ির ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের ব্যবস্থা করা হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি উপদেষ্টা প্রীতি চক্রবর্তী একথা জানান।

তিনি বলেন, ‘অ্যাওয়ার্ড বিজয়ীরা সনদ ও ক্রেস্টের পাশাপাশি বাড়ির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফের ব্যবস্থা করা হবে। এছাড়া বাগান পরিচর্চা বাবদ বছরে ১ লাখ টাকা দেওয়া হবে। তবে ছাদবাগানকারী মালিক সবুজ ঢাকার সঙ্গে নিবন্ধিত হলে তাদেরকে সবুজ ঢাকার পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে সবুজ ঢাকার উপদেষ্টা বলেন, ঢাকা শহরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি। ক্রমেই তা বেড়েই চলেছে। কারণ দিন যত যাচ্ছে গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে। তাদের আবাসের ব্যবস্থা করতেই গাছাপালা কেটে ফেলা হচ্ছে। ফলে কার্বনের পরিমাণ বাড়ছে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজ ঢাকা ছাদবাগানে আগ্রহী করার চেষ্টা করছে। প্রতি বাড়ির ছাদে যদি একটি করে বাগান থাকে তাহলে ঢাকা শহরের তাপমাত্রার মধ্যে ভারসম্যের থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সবুজ ঢাকার চেয়ারম্যান রুপাই ইসলাম, প্রোজেক্ট ডিইরেক্টর গোলাম মোস্তফা রাজ, উপদেষ্টা শাখাওয়াত হোসেন, কৃষি বিশেষজ্ঞ রাজু আহমেদসহ অনেকে।

 

/আরএআর/এসটি/