ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

IMG_20161130_105901

উৎসব মুখর পরিবেশে মধ্য দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচসে ভোটগ্রহণ চলছে। বুধবার সেগুনবাগিচায় ডিআরইউ কর্যালয়ে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৩৩৯ জন। ২১টি পদে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। 

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠেছে। ভোটকেন্দ্রের প্রবেশ পথে সারিবদ্ধভাবে দঁড়িয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের  সমর্থকরা। 

এবারের নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। কমিশনের অন্য সদস্যরা হলেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

২১ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে অর্থ সম্পাদক মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক মুজিবর রহমান ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন নির্বাচিত হয়েছেন। 

ডিআরইউর এবারের নির্বাচনে সভাপতি পদে মোস্তাক আহমেদ, সাখাওয়াত হোসেন বাদশা এবং মাহমুদুর রহমান খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 /আরএআর/এসটি/