সহিংসতা প্রতিরোধে ‘রাইজ আপ ফর উইমেন’

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘রাইজ আপ ফর উইমেন’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

রাইজ আপ ফর উইমেনসেমিনারের আলোচনায় বক্তারা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা দূর করতে সামাজিক সচেতনতার পাশাপাশি নারীর প্রতি পুরুষালি আচরণগত পরিবর্তন জরুরি।’

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এশিয়াটিক ৩৬০ এর সারা জাকের, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট সীমা জহুর, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুক্তাশ্রী চাকমা, প্রথম আলো ট্রাস্টের সিইও আজিজা আহমেদ ও ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদক উদিসা ইসলাম। তারা নারী ও কন্যা শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধ করে নারীর জন্য নিরাপদ শহর নিশ্চিতকরণের বিষয়ে নিজ নিজ বক্তত্য তুলে ধরেন।

এছাড়া, রেডিও স্বাধীনের আয়োজনে দিনব্যাপী কার্নিভালও অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশ নেন দেশের নারী নেত্রী, সাংবাদিক, পুলিশ, অভিনেতাসহ সামাজিক সচেতনতাকামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।

/ইউআই/এমও/