‘গবেষণা ছাড়া ভালো চিকিৎসক হওয়া যায় না’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গবেষণা ছাড়া কোনও চিকিৎসকই ভালো চিকিৎসক হতে পারেন না। এ সত্যকে উপলব্ধি করেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রিসার্চ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোমোশন সেল চালু করা হয়েছে। অ্যানিম্যাল স্টাডির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। তিনি আজ বুধবার হাসপাতালের শহীদ ডা. মিলন হলে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএসএমএমইউ’র রিউমাটোলজি এবং এন্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার আরও বলেন, কার্যকরী গবেষণা মানসম্পন্ন ওষুধ তৈরির জন্য এবং গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস কার্যকরী চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য রোগীদের যথাযথ সম্মান দিতে হবে এবং রোগীদের মর্যাদা দিলে তারাও অবশ্যই সহযোগিতা করবেন।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, উন্নত গবেষণার পরিবেশ সৃষ্টি করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এজন্য সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসকদেরও যথাযথ সময় দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়নেও প্রচেষ্টা অব্যাহত আছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিউমাটোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন এন্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

জেএ/এএআর/আপ-এপিএইচ/