পাঠ্যবইয়ে সংশোধন আনায় চরমোনাই পীরের সাধুবাদ

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমমাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই সংশোধন করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর সরকারের নীতি নির্ধারকরা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন।’
বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, ‘পাঠ্যবইয়ের সিলেবাস থেকে ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তবে যারা আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে।’
মুফতি রেজাউল করীম আরও বলেন, ‘পাঠ্যবইয়ের সিলেবাসের মতো জাতীয় শিক্ষানীতি-২০১০ এর অসঙ্গতিও দূর করতে হবে।’ এসময় প্রস্তাবিত ‘শিক্ষা আইন-২০১৬’ অবিলম্বে প্রত্যাহার করে নেয়ারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: প্রথম শ্রেণির পাঠ্যবইয়ে ওড়না-বিতর্ক

/সিএ/এমও/