গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ডিসিসি মার্কেটে আগুন, টিভি থেকে নেওয়াফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। রাত সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় মার্কেটের একাংশ ধসে পড়েছে বলেও পলাশ চন্দ্র মোদক জানান।

তবে কিভাবে এই আগুনের সূত্রপাত, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

/জেইউ/এমও/এসএ/