মিথ্যাচার করলেই মামলা, বিএনপিকে হাছান মাহমুদের হুমকি

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধন

মিথ্যাচার করলেই মামলা করা হবে বলে বিএনপিকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহামুদ। তিনি বলেন, শুধু বেগম জিয়াই নন, তার দলের যারাই মিথ্যাচার করবে তাদের সবার বিরুদ্ধে মামলা করা হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা জানান। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে, অথবা  বিএনপির চোখে পড়ে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘‘বর্তমান সরকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করেছে। বারাক ওবামা কেনিয়াতে গিয়ে বলেছেন,  ‘বাংলাদেশের উন্নয়ন থেকে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে আফ্রিকার দেশগুলো শিখতে পারে।’ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নতির  প্রশংসা করছেন। এত উন্নয়ন বিশ্বের সব মানুষ দেখলেও বিএনপির নেতারা দেখে না। তারা জানে কেবল মিথ্যাচার করতে। তাই যারা মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

শুধু বেগম জিয়া নন, রিজভী আহমেদ কিংবা ফখরুলসহ যারাই মিথ্যাচার করবে, তাদের বিরুদ্ধেই মামলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি নেতারা পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের পদ্মা পাড়ে গিয়ে পদ্মা সেতুর দৃশ্যমান অগ্রগতি দেখার আহ্বান জানান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ভালো কাজের প্রশংসা করেন। ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন। আমরা সেগুলো শোধরানোর চেষ্টা করবো। কিন্তু অযথা মিথ্যাচার করবেন না।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘সারা বিশ্বে বিনামূল্যে বই বিতরণের প্রশংসা করা হচ্ছে।  কিন্তু বিএনপি নেতারা এটা নিয়েও প্রশ্ন তুলছেন। আসলে যাকে ভালো লাগে না, তার কোনও কিছুই ভালো লাগে না ’

আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়া মীলীগ নেতা এম এ করিম, জি এম আতিক, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেনসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন।

আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন: 
‘আগামী নির্বাচনে বিএনপির জেতার আশা বিলীন হয়ে গেছে’