বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ব্যয় সীমার মধ্যে রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর

বেসরকারি বিশ্ববিদ্যায়ের ভর্তি ও টিউশন ফিসহ সব ধরণের ব্যয় একটি নির্দিষ্ট সীমায় রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সমাবর্তনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রীঅনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের বাস্তবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক বিরাট সম্ভাবনাময় উচ্চ শিক্ষার খাত হিসেবে গড়ে উঠছে। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় এক লাখের বেশি। এটা আরও বাড়বে এবং তা নির্ভর করছে সফলতা অর্জনের ওপর।’

অনেক প্রতিষ্ঠান মান বাড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনও পার্থক্য করি না। সব শিক্ষার্থীই আমাদের সন্তান ও ভবিষ্যত। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং জনগণ ও দেশের প্রতি দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আজিজুর রহমান এবং প্রোভিসি প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা বক্তব্য রাখেন।

/এসএমএ/এমও/