বিচারকের প্রতি অনাস্থা, আদালত বদলের আবেদন খালেদার

আদালতে খালেদা জিয়া, ছবি- সংগৃহীত

বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে আদালত বদলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

তার বিরুদ্ধে চলমান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা অন্য আদালতে স্থানান্তরের আবেদনটি করা হয়েছে বলে জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে।

আগামী সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।

আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদনে বলা হয়েছে, আদালতে আরও অনেক মামলা বিচারাধীন। সেসব মামলায় এক-দেড় মাস পর পর দিন ধার্য করা হয়।কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কোনও কোনও সপ্তাহে দু’দিন ধার্য করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মতো তিনিও ন্যায়বিচার পাচ্ছেন না।

আবেদনে আরও বলা হয়, এই মামলা দু’বার তদন্ত করা হয়েছে।প্রথম দফায় দুদকের কর্মকর্তা নূর আহমেদ মামলার অভিযোগ থেকে খালেদাকে অব্যাহতি দিয়েছেন। ওই তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য কুয়েতের আমির অর্থ দিয়েছেন। কিন্তু দুদক এই মামলায় নতুন কর্মকর্তা হিসেবে হারুনর রশীদকে নিয়োগ দেওয়ার পর তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে বলেছেন, টাকা এসেছে সৌদি আরব থেকে। এখানে খালেদা জিয়া জড়িত। এ অবস্থায় খালেদা জিয়া পুনরায় তদন্ত চেয়ে আবেদন করলেও সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন: 
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মার্চ