যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস: আপিল বিভাগ

হাইকোর্ট

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার একটি হত্যা মামলার শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ কথা উল্লেখ করেন।
পরে এ বিষয়ে ওই হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, দণ্ড বিধিতে বলা আছে, যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছর কারাগারে থাকতে হবে। কিন্তু আজ প্রধান বিচারপতি বলেছেন যাবজ্জীবন মানে, ‘ন্যাচারাল লাইফ ডেথ’ । পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে পর্যবেক্ষণ  দিলে বিস্তারিত জানা যাবে।

এদিকে আইনজীবী সাহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এর আগেও এবিষয়টি একাধিকবার আলোচনায় এসেছে কিন্তু কোনও আদেশ বা রায়ের পর্যবেক্ষণ হিসেবে আসেনি। সাধারণত যাবজ্জীবন মানে যে ত্রিশ বছর নির্ধারিত রয়েছে জেলকোড দিয়ে সেখানে আরও কিছু হিসেব নিকেশ আছে। তবে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস হলে এটির সঙ্গে আর কোনও হিসেব কাজ করবে না।

/এমটি/ইউআই/টিএন/