মশা নিধনে ডিএনসিসির জরুরি কর্মসূচি শুরু

মশা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তানগরীর মশা নিধনে দুই সপ্তাহের জরুরি কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূইয়া আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি চলবে ৯ মার্চ পর্যন্ত।
ডিএনসিসি জানিয়েছে, শনিবার সকালে ডিএনসিসির আওতাধীন দুই নম্বর অঞ্চলের একটি ওয়ার্ড থেকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে অন্য চারটি অঞ্চলেও কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়।
মশা নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়ডিএনসিসি সূত্রে জানা গেছে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা কর্মসূচির সরাসরি তত্ত্বাবধান করবেন। তাদের অধীনে প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচি পরিবীক্ষণের দায়িত্বে রয়েছে স্বাস্থ্য বিভাগ।
গত জানুয়ারি মাসের ৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ে একই ধরনের একটি কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আরও পড়ুন-

লালবাগে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৯

বাম দলগুলোর হরতালে বিএনপির সমর্থন

/ওএফ/টিআর/