জামিন পেলেন সাতক্ষীরার রাজাকার আবদুল্লাহিল বাকি

 

নিজ বাড়িতে আবদুল্লাহিল বাকিএকাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে  গ্রেফতার সাতক্ষীরা জেলার শান্তি কমিটির সেক্রেটারি  আসামি এম আবদুল্লাহিল বাকির (১০৩) জামিন মঞ্জুর করেছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল জামিন মঞ্জুরের এই আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসিকিউটর বলেন, ‘বয়স বিবেচনায় আসামিকে জামিন দেওয়া হয়েছে। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার ৭টি অভিযোগে সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।’

এর আগে এম আবদুল্লাহিল বাকি ১৭ মার্চ দুপুর থেকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারআটি গ্রামের নিজ বাড়িতে পুলিশ পাহারায় ছিলেন। গ্রেফতারের পর রবিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর জামিন শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামিন মঞ্জুর করেন। 

মানবতাবিরোধী অপরাধ মামলায় আবদুল্লাহিল বাকির বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। তবে, অসুস্থ থাকায় তাকে অলীপুরের ওই বাড়িতে পুলিশ পাহারায় রাখা হয়েছিল। শনিবার রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে পুলিশের একটি দল ঢাকায় নিয়ে  আসে।

এম আবদুল্লাহিল বাকি ১৯৭১ সালে শান্তি কমিটির সাতক্ষীরার সেক্রেটারি পদে ছিলেন।

 আরও পড়ুন: সাতক্ষীরার রাজাকার আবদুল্লাহিল বাকি গ্রেফতার

/এমটি/ইউআই/ এমএনএইচ/