রাজধানীতে ডোবা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর খিলগাঁওয়ের একটি ডোবা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. আলামিন (১০)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।
খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টায় খিলগাঁও ১৪৪ পশ্চিম নন্দীপাড়ার বাসা থেকে মো. আলামিনের মরদেহ পেয়েছেন তারা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ১৯ মার্চ সকাল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, বাড়ির পাশে মসজিদ সংলগ্ন ডোবায় এক শিশুর মৃতদেহ ভেসে উঠেছে। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আলামিনের মরদেহ ভাসছে। তার লাশ বাসায় এনে খিলগাঁও থানায় খবর পাঠান তারা। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
এসআই মো. ফারুক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, শিশুটি মৃগী রোগে আক্রান্ত ছিল। সাঁতারও জানতো না। তবু কেন সে ডোবায় নামলো এবং তার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা বলা যাবে ময়নাতদন্তের পর।’
আলামিনের বাবা মো. আবুল হোসেন। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শান্তিনগরে। 
/এআইবি/জেএইচ/