বিশ্বসেরার তালিকায় বিএসএমএমইউ, সেবার মান আরও উন্নত করা হবে

unnamed (2)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে। ভবিষ্যতে এর শিক্ষা ও সেবার মান আরও উন্নত করা হবে বলে মন্তব্য করেছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বর্তমানে বিএসএমএমইউতে কেবিনসহ আসন রয়েছে ১৯০৪টি। একইসঙ্গে কোরিয়ার সরকারের অর্থায়ন ১০০০ শয্যাবিশিষ্ট একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও তিনি জানান।

শুক্রবার (২৪ মার্চ) ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের মেডিক্যাল শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষিত: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিদিন হাসপাতালটির বর্হিবিভাগ ও বৈকালিক বিশেষ আউটডোরে ৫ হাজার রোগী সেবা নিচ্ছেন। দেশের এই বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠানে গত ৫ বছরে ১ হাজার ৪৪৭টি গবেষণা সম্পন্ন হয়েছে। আর গত ২ বছরে ১০৮ জন শিক্ষক ও ৫১২ জন শিক্ষার্থীসহ ৬২০ জনেক গবেষণা মঞ্জুরী ও থিসিস গ্রান্ট প্রদান করা হয়েছে।

প্যাডিয়াট্রিক কার্ডিওলজি, প্যালিয়েটিভ মেডিসিন, চাইল্ড অ্যান্ড এডলসেন্ট মেন্টাল হেলথ এবং প্যাডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট বিষয়ক এমডি রেসিডেন্সিসহ বর্তমানে ৯১টি পোস্ট গ্রাজুয়েট (এমডি ৩৪টি, এমএস ২২টি, এমপিএইচ ৮টি, এমফিল ১১টি, ডিপ্লোমা ১৪) চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ইন্সটিটিউটের সংখ্যা বৃদ্ধি করে ৪২টি করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনসহ অনেকে।

 /জেএ/এসটি/