বিএনপি নেতা সোহেলের মামলা বাতিলের নির্দেশ

হাবিব-উন নবী সোহেলবিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ আইনে মিরপুর মডেল থানায় পুলিশের দায়ের করা পৃথক দুই মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
পরে আইনজীবী মাসুদ রানা বলেন, ‘হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছিল।ওই দুটি মামলার রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।’
তার বিরুদ্ধে থাকা ১৪৩ মামলার অন্যগুলোতে আগেই জামিন পেয়েছেন।গত ২২ মার্চ রমনা থানায় দায়েরকৃত অপর একটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। এই মামলায় জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
/এমটি/ইউআই/ এপিএইচ/