বাবরের দুর্নীতি মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

লুৎফুজ্জামান বাবরসাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৩ জানুয়ারি সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় বাবরের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
বাবরের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলে বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাবর।
/ইউআই/ এপিএইচ/