বিলম্বিত ও বিনা বিচারে আটক আসামির ক্ষতিপূরণ দিতে সুনির্দিষ্ট আইন চায় লিগ্যাল এইড কমিটি

মঙ্গলবার সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির বিচারপতি এনায়েতুর রহিম

বিলম্বিত ও বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে আটক থাকা আসামিদের মুক্তির পর ক্ষতিপূরণ দিতে ‘সুনির্দিষ্ট আইন প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সম্মেলন কক্ষে লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিচারপতি ইনায়েতুর রহিম আরও বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার পর লিগ্যাল এইডের সহায়তায় জামিনে মুক্তি পেলেও তারা অর্থের অভাবে কিছু করতে পারে না। এসব ব্যক্তির পুনর্বাসনে আদালতও আদেশ দিতে পারেন।

লিগ্যাল এইড এর কাজের বিবরণ দিতে গিয়ে বলা হয়, ৫ থেকে ১০ বছর পর্য‌ন্ত মামলা নিষ্পত্তি হয়নি এমন হাজতিদের তালিকা চেয়ে কারাগারে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। আইজি প্রিজন্স তাদের মোট ৪৬২ জনের নামের তালিকা দেন। এ তালিকার মধ্যে ৫৮ জনের ব্যাপারে আদালতের নজরে আনা হয়। আদালত এর মধ্যে ১৮ জনকে জামিন দেন। বাকি ৪০৪ জনের বিষয় নিয়ে কাজ চলছে।

এর আগে লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব টাইটাস হিল্লোল রেমা বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিস উদ্বোধনের পর ৫৫৫টি মামলার মধ্যে ২৯৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। এছাড়া ১ হাজার ২৩২ জন বিচারপ্রার্থীকে মৌখিক পরামর্শ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক আবেদা সুলতানা প্রমুখ।

/এমটি/ইউআই/টিএন/