আবারও প্রশ্নফাঁস, পরীক্ষার্থীকে ৬ মাসের কারাদণ্ড

a45c9553d759e316be19a600c895debf-58de8c31a5c9fএইচএসসিতে হিসাব বিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার দিন শনিবার (২২ এপ্রিল) প্রশ্নপত্র ফাঁসের দায়ে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম সাজেদুল ইসলাম সাজিদ। সে ধানমণ্ডি আইডিয়াল স্কুলের ছাত্র।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর আগে পরীক্ষাকেন্দ্রে সাজিদ মোবাইল ফোনে প্রশ্ন এবং উত্তর খোঁজার চেষ্টা করে।
এ দৃশ্য ভিজিলেন্স টিমের সদস্যদের চোখ এড়ায়নি। ছেলেটির মোবাইল ফোন নিয়ে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দুটোই পাওয়া যায়। তাই তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে ভিজিলেন্স টিম। এরপর সাজিদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
প্রশ্নফাঁসকারী যেই হোক না, কোনও ছাড়া দেওয়া হবে না উল্লেখ করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় বলেন, ‘প্রশ্নফাঁস প্রতিরোধে নিয়মিত আমাদের ভিজিলেন্স টিম সতর্ক রয়েছে। শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক রাজধানীর বদরুন্নসো কলেজ এবং ড. শহীদুল্লাহ কলেজ পরিদর্শন করেছেন।’
/এসএমএ/জেএইচ/

আরও পড়ুন-
প্রশ্নফাঁস ঠেকাতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের পরামর্শ