মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির তত্ত্বাবধায়কের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট (ছবি: সংগৃহীত)

রাজধানীর মোহাম্মদপুরে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি নির্মাণাধীন বাড়ির তত্ত্বাবধায়কের মৃত্যু হয়েছে। তার নাম তছলিম হোসেন (৬৫)। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ বিকেল সাড়ে ৪টায় ঢামেক মর্গে পাঠিয়েছে।

মোহাম্মদুপুর থানার এসআই রাজিব মিয়া জানান, মোহাম্মদপুর জহুরী মহল্লায় হাজী চুন্নু মিয়া রোডে ৭-এ/০৮ নং প্লটে পাইলিংয়ের কাজের প্রস্তুতি চলছে। ওই প্লটের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হিসেবে গত দুই মাস আগে যোগ দেন বৃদ্ধ তছলিম হোসেন। প্লটে বৃষ্টির পানি জমে যাওয়ায় তা সেচের জন্য শনিবার সকালে তিনি বৈদ্যুতিক সেচযন্ত্র চালু করতে যান। সুইচ টিপতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানায় খবর দেওয়া হলে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টায় মৃতদেহ উদ্ধার করে। এদিকে বিকেল সাড়ে ৪টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।

তছলিম হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামনগর এলাহীবক্স মিস্ত্রীবাড়ির মৃত আনোয়ার উল্লাহর ছেলে।

/এআইবি/টিএন/