শাহজালালে ১ কেজি স্বর্ণ আটক

শাহজালালে আটক হওয়া স্বর্ণের বারহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৪৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে পৃথক পাঁচ জন যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী কমিশনার আশরাফুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
সহকারী কমিশনার আশরাফুজ্জামান জানান, সৌদি আরব থেকে একটি ফ্লাইটে আসা পৃথক পাচঁ জন যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে থেকে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে এই বারগুলো নিয়ে এয়ারপোর্ট কাস্টমস অতিক্রম করা চেষ্টা করেছিলেন ওই যাত্রীরা।
আশরাফুজ্জামান বলেন, ‘যাত্রী লিটনের কাছে একটি স্বর্ণের বার পাওয়া যায়। অন্য যাত্রী তারেক হোসেন, রফিক, নুরুল ইসলাম ও সোহানের কাছে দু’টি করে স্বর্ণের বার পাওয়া যায়। এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা টিম স্বর্ণের বারগুলো জব্দ করে।’

আরও পড়ুন-

টঙ্গীতে বাড়ি বাড়ি তল্লাশি শুরু, আটক ৭

সরকারিকরণের জন্য ২৮৫ বেসরকারি কলেজ চূড়ান্ত

/সিএ/টিআর/টিএন/