‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ ছড়িয়ে দেওয়ার নির্দেশ মাউশির

মাউশিকোনও বিশেষ দিন কিংবা মাস নয়, সারাবছর মুক্তিযুদ্ধের চেতনা জাগাতে খুলনা বিভাগের নেওয়া কর্মসূচি ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব স্কুল কলেজ ও মাদ্রাসায় ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (২৪ এপ্রিল) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত আদেশে এই নির্দেশ দেওয়া হয়। মাউশির নির্দেশনায় খুলনা বিভাগের উপ-পরিচালককে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, “দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (স্কুল, কলেজ ও মাদাসা) খুলনা বিভাগে গৃহীত ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
এর আগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ কর্মসূচির আয়োজন করে। এতে ছিল মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা ও গল্প শোনা। মাউশি সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কর্মসূচিটি ছিল ব্যতিক্রম সুন্দর।

/এসএমএ/জেএইচ/