রিজেন্ট এয়ারের যাত্রীর কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

স্বর্ণরিজেন্ট এয়ারওয়েজের মাস্কাট-চট্টগ্রাম-ঢাকার ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তুর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারি কমিশনার আহসানুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী আজিজুর রহমানের (৩০) কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি আরএক্স ৭২৪ ফ্লাইটে  চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আগমনি লাউঞ্জে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে কোমরে ২২ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন আড়াই কেজি। তিনি বিমানের ভেতর থেকেই এই স্বর্ণ সংগ্রহ করেন।’

তিনি আরও বলেন, ‘আজিজুর রহমান পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। জব্দ করা স্বর্ণের বর্তমান বাজার দর এক কোটি ২৫ লাখ টাকা। মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তন্তরের প্রক্রিয়া চলছে।’

/সিএ/এসএনএইচ/