নিউমার্কেট এলাকায় দ্বিতীয় দিনে হকার উচ্ছেদ

 

চন্দ্রিমা মার্কেটের সামনে ফুটপাতের হকার উচ্ছেদরাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতে সাত দিনের হকার উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে কাজ শুরু হয়েছে। আজ  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর অভিযান পরিচালনাকারী সদস্যরা হকার্স মার্কেটের সামনে উচ্ছেদ শুরু করেন।এই এলাকায় বৃহস্পতিবার কোনও হকারকে বসতে দেখা যায়নি।

হকার উচ্ছেদ অভিযানসরেজমিনে দেখা গেছে, ইস্টার্ন মল্লিকের সামনের ফুটপাতে এখনও হকার রয়েছে। এই রাস্তায় অভিযান চলবে কিনা, তা জানেন না এখানকার হকাররা। দোকান না সরিয়ে অপেক্ষা করছেন তারা। মোজা বিক্রেতা রকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদেরকে একমাস আগে সরে যেতে বলা হয়েছে। কিন্তু কতদিনের মধ্যে সরতে হবে, কবে নাগাদ অভিযান শুরু হবে, এসব কিছু বলা হয়নি।এমনকি ছুটির দিনে আমরা বসতে পারব কিনা, বা আমাদের জন্য নির্দিষ্ট কোনও জায়গা দেওয়া হচ্ছে কিনা, কিছুই না জানালে দোকান নিয়ে আমরা কোথায় যাবো? পরিবারকে কী খাওয়াব?’

নিউমার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ১১টায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ  চন্দ্রিমা মার্কেটের সামনের ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত ৫০টির বেশি স্থাপনা উচ্ছেদ সম্ভব হয়েছে।এই হকাররা ছুটির দিনে এখানে বসার সুযোগ পাবেন কিনা, জানতে চাইলে ম্যাজিস্ট্রেট মামুন চূড়ান্তভাবে কিছু জানাতে পারেননি।

ছবি- নাসিরুল ইসলাম

/ওএফ/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

অবশেষে বাবা-মায়ের কোলে সুমাইয়া