‘কওমি পাঠ্যক্রম ও যুগের চাহিদা’ শীর্ষক বৈঠকি আজ

85795b8157921c1d7476c96b74e3b0ad-58c377724d7f2কওমি মাদ্রাসার সনদের সরকারিভাবে স্বীকৃতির ঘোষণাসহ নানা বিষয় নিয়ে আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকি। ‘কওমি পাঠ্যক্রম ও যুগের চাহিদা’ শীর্ষক এই আয়োজন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে। বৈঠকি সরাসরি দেখা যাবে চ্যানেল ৭১-এর পর্দায় এবং এ সম্পর্কিত সব তাৎক্ষণিক খবর পাওয়া যাবে www.banglatribune.com-এ। শনিবার বেলা ১১টায় শুরু হয়ে বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

মিথিলা ফারজানার সঞ্চালনায় এবারের বৈঠকিতে অংশ নিচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবুল বাশার,গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ, জামিয়া আরাবিয়্যা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক সালমান তারেক শাকিল ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

প্রসঙ্গত, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমান দেওয়ার পর প্রথম পরীক্ষা হতে যাচ্ছে আগামী ১৫ মে। চলতি শিক্ষাবর্ষ থেকেই অভিন্ন প্রশ্নপত্রে একসঙ্গে সব বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদীসের পরীক্ষা নেওয়া হবে। এজন্য গঠন করা হয়েছে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ নামে নতুন একটি সংস্থা।

গত ১১ এপ্রিল রাতে গণভবনে হেফাজতে ইসলামের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীসহ প্রায় ৩০০ জন আলেমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ১৩ এপ্রিল কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ইসলামিক স্টাডিজ এবং আরবির সমমান ঘোষণা করে গেজেট প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। কওমি সনদের সমমানের ঘোষণা পর থেকেই এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

/সিএ/জেএইচ/