ভুল চিকিৎসায় ঢাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেফতার

সেন্ট্রাল হাসপাতালরাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম ও ডা. সাজিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে ঢাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

বিকালে ঢাবির ওই শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হলেও তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা হাসপাতালে এসে ভাঙচুর করেন। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কনসালট্যান্ট সার্জন মতিওর রহমান।

/জেইউ/এসএমএ/

আরও পড়ুন

ক্যান্সারের চিকিৎসায় ডেঙ্গু রোগীর মৃত্যু