ক্লাসে ফেরার সিদ্ধান্ত ম্যাটস শিক্ষার্থীদের

স্বাস্থ্যমন্ত্রীর কাছে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দলের স্মারকলিপিমেডিক্যাল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২০ মে) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তার বাসভবনে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষার্থীরাঅ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতেই আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীদের এক প্রতিনিধি দল তাদের চার দফা দাবির একটি স্মারকলিপি পেশ করেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে।
পরে মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও অতিরিক্ত সচিবসহ (চিকিৎসা শিক্ষা) তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ম্যাটস শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পর্যালোচনা করে সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। ওই কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি পূরণের আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দলের কাছে। তাদের ক্লাসে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। মন্ত্রীর আহ্বানে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

শাহবাগে ম্যাটস শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

/জেএ/টিআর/