ঢাবি’র সিনেট নির্বাচনে নীল দল জয়ী

সিনেট ভবন (ছবি- অনলাইন থেকে সংগৃহীত)ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আওয়ামী ও বাম পন্থী নীল দল ৩৫টি আসনের মধ্যে ৩৩ টি আসন পেয়ে জয়লাভ করেছে। অন্য দু’টি আসন পেয়েছে বিএনপি পন্থী  সাদা দল। সোমবার (২২ মে) দুপুর তিনটার দিকে এই ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন।
মোট ৩৫ টি আসনের মধ্যে ৩৪টিতে প্রার্থী দিয়েছিল নীলদল। মাহাবুবুর রহমান নামে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার কারণে ৩৪টি আসন নিয়ে নির্বাচনে অংশ নেয় নীল দল। এর মধ্যে একটি আসনে নীল দলের সায়মা খাতুন ৫ ভোটে হেরে যান।

বিএনপিপন্থী সাদা দল ৩৫টি আসনেই প্রার্থী দিয়ে দু’টি আসনে লাভ করতে সক্ষম হয়। সাদা দলের মো. লুৎফর রহমান এবং ড. এ বি এম ওবায়দুল ইসলাম যথাক্রমে ৮২২ এবং ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

/এসএমএ/