গণভবনের গেটে গুলিবিদ্ধ এসপিবিএন সদস্য মারা গেছেন

এসপিবিএনগণভবনের উত্তর গেট (মসজিদ সংলগ্ন) এলাকায় শুক্রবার (২৬ মে) রাতে গুলিবিদ্ধ হওয়া স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রকেটশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঢামেক পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।’
শুক্রবার রাতে গুলিবিদ্ধ হন এসপিবিএন সদস্য নায়েক আতিকুর রহমান। ওই সময় এসপিবিএন’র গণভবনের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা ফরিদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, আতিকুর রহমানের বুকের কাছাকাছি গুলি লেগেছিল। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে আতিকুর রহমানের গুলিবিদ্ধ হওয়ার কারণ তিনি বলতে পারেননি।
আরও পড়ুন-

গণভবনের গেটে এসপিবিএন সদস্য গুলিবিদ্ধ

/এআরআর/টিআর