বিচারিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিমকোর্টের পরামর্শ নিতে হবে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া কোনও বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ উত্থাপিত হলেও তদন্ত করা যাবে না বলে নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ উত্থাপিত হলে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া ওই অভিযোগের প্রাথমিক তদন্ত বা যে কোনও কার্যক্রম পরিচালনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে এ বিষয়ে জানাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের দৃষ্টিতে এসেছে কোনও কোনও বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে অসদাচারণ, দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়াই আইন ও বিচার বিভাগের নির্দেশে প্রাথমিক তদন্ত বা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের প্রাথমিক তদন্ত বা যে কোনও কার্যক্রম গ্রহণ করা করা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য এবং তা কোনোভাবেই কাম্য নয়। এমনকি সংবিধানের ১০৯, ১১৬ ও ১১৬(ক) অনুচ্ছেদের সুস্পষ্ট লংঘন।

/টিএন/