বজ্রপাতে শাহজালালে উড়োযান চলাচলে বিঘ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবজ্রপাতসহ ঝড়ো বৃষ্টির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণে বিঘ্ন ঘটেছে। শনিবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

এ প্রসঙ্গে সিভিল এভিয়েশনের এটিএস অ্যান্ড অ্যারোড্রমস বিভাগের পরিচালক মো. নুরুল ইসলাম জানান, দুপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সতর্কতা বার্তা দেয় আবহাওয়া অধিদফতর। এর মধ্যে অতিরিক্ত বজ্রপাতের কারণে চীন থেকে আসা ফ্লাইট শাহজালালে নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকার পথে এসেও ফিরে যায় চট্টগ্রামে। নির্ধারিত সময়ে শাহজালাল থেকে ছেড়ে যেতে পারেনি কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দরের আবহাওয়া অধিদফতরের সিনিয়র অবজার্ভার মাসুদ আলামিন বলেন, ‘বজ্রসহ বৃষ্টিপাত হওয়ায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। বজ্রপাত কমলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে।’

/সিএ/জেএইচ/