মীরহাজিরবাগে মেশিন দিয়ে কিশোরের পেটে বাতাস, ঢামেকে ভর্তি

মীরহাজিরবাগরাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের জমজম ফ্যান ফ্যাক্টরিতে মঞ্জু (১৭) নামে এক কিশোরের পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে ওই কিশোর। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে এই ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
আহত মঞ্জু খুলানার খালিশপুরের মৃত হিরু মিয়ার ছেলে। সে বর্তমানে নানা-নানীর সঙ্গে মীরহাজিরবাগে থাকে। দুই ভাইয়ের মধ্যে বড় মঞ্জু। তার মা মুন্নি বেগম ছোট ছেলেকে নিয়ে মাতুয়াইল কাউন্সিল থাকেন।
মঞ্জুকে উদ্ধারকারী শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার দুপুরে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল মঞ্জু। এসময় কমপ্রেশারে কাজ করছিল আরিফ হোসেন নামে আরেক শ্রমিক। দুষ্টুমি করে সে মঞ্জুর পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।’
জমজম ফ্যান ফ্যাক্টরির ম্যানেজার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনা জানার পরই আমরা আরিফকে আটকে রেখেছি। বিষয়টি দুষ্টুমির ছলেই ঘটেছে। তবে মঞ্জুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে, আরিফকে আমরা পুলিশে সোপর্দ করব।’
এসআই বাচ্চু মিয়া বলেন, ‘আহত অবস্থায় সোমবার দুপুরে ওই কিশোরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ফ্যাক্টরির আরেক শ্রমিক আরিফ এই কাজ করেছে বলে জানিয়েছেন আহত শ্রমিকের স্বজনরা।’

আরও পড়ুন-

রথযাত্রায় থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা

চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত


/এআরআর/এআইবি/টিআর/