মানুষকে নিরাপত্তা দেওয়া বড় ইবাদত: ডিএমপি কমিশনার

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করছেন ডিএমপি কমিশনার‘মানুষকে নিরাপত্তা দেওয়া বড় ইবাদত। আমাদের দায়িত্ব পালন ইবাদতের সমতুল্য। কারণ, দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেকেই ঈদ ও তারাবির নামাজ আদায় করতে পারিনি। পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানীতে রমজান, রথযাত্রা ও ঈদে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে ডিএমপির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপির সদস্যরা একটি পরিবারের মতো কাজ করছে। আমরা দেশের জন্য কাজ করি, কোনও ব্যক্তির জন্য নয়। আপনাদের পেশাদারিত্বের কারণে এবারের ঈদে সারাদেশের আইনশৃংখলা, জননিরাপত্তা অত্যন্ত ভালো ছিল। সব শ্রেণি-পেশার মানুষ আমাদের ভূমিকাকে প্রশংসা করেছে। রমজান, রথযাত্রা ও ঈদ কোনও রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয়েছে। আমরা প্রতিটি ঈদের জামাতকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সিটি, ডিবি, থানা পুলিশ ও সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ও জনসম্পৃক্ততার ফলে গত এক বছরে ঢাকা শহরে জঙ্গিরা কোনও তৎপরতা চালাতে পারেনি। ব্লক রেইড ও চেকপোস্টের মাধ্যমে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আইনশৃংখলা পরিস্থিতি ভালো রাখার জন্য প্রধানমন্ত্রীও আমাদের ভূয়সী প্রশংসা করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত অফিসার ও ফোর্সের সঙ্গে ডিএমপি কমিশনার ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটি) মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও যুগ্ম কমিশনার মো. আনোয়ার হোসেনসহ ঊধ্বর্তন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

/জেইউ/ এপিএইচ/