রাজধানীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিক দগ্ধ

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালরাজধানীর মধ্য বাড্ডায় পানির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় গ্যাসলাইটের আলো জ্বালানোর ফলে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোহরাব (৫০), আনন্দ (৪০) ও সুলতান (৩০)। তারা সবাই পেশায় শ্রমিক।

আহতরা জানান, সেপটিক ট্যাঙ্কের আশেপাশে হয়তো কোথাও গ্যাসের লাইন লিক ছিল। ভেতরে আলো জ্বালাতে গিয়ে গ্যাস লাইট জ্বালানোর পর এই বিস্ফোরণ ঘটে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে জানান, আহতদের মধ্যে সোহরাবের অবস্থা আশঙ্কাজনক।
/জেইউ/এসএসএ/এআর/