ঘুষ নেওয়ার সময় নৌ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আটক

আটকঘুষ নেওয়ার সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এএসএম ফখরুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে তাকে আটক করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে ফখরুল ইসলামের কার্যালয়ে অভিযান চালায়। সেখান থেকেই আটক করা হয় তাকে।
প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজের নকশা অনুমোদনের জন্য একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।’
প্রণব কুমার জানান, গত বছরের ১৩ এপ্রিল ‘এমভি নওফেল লিহান’ নামের একটি জাহাজের নকশা অনুমোদনের জন্য বিআইডাব্লিউটিএ’র কাছে আবেদন করা হয়। প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম এ কাজের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।
ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানানো হলে, দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল মঙ্গলবার বিআইডব্লিউটিএ ভবনে অবস্থান নেন। পরে ওই ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করা হয় ফখরুল ইসলামকে।
/আরজে/এসএনএইচ/টিআর/