রাজধানীতে গৃহবধূ ও বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীতে এক গৃহবধূ ও এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও এ বিষয়ে কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ। এছাড়া, ঢাকার দোহারে সাপের দংশনে এক যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার ১৭৩/বি নম্বর বাসা থেকে বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে সাফা আহামেদ পিংকি (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম মো. নাহিদ। পিংকির ভগ্নিপতি দুলাল জানান, বিকালে বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিংকিকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকাল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিন বছর নাহিদের সঙ্গে পিংকির বিয়ে হয়। তাদের কোনও সন্তান নেই। এ দম্পতির স্বজনদের একজন জানান, স্বামীর সঙ্গে অভিমান করে পিংকি আত্মহত্যা করেছেন বলে তারা মনে করছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারটির কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

এলিফেন্ট রোডের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে মারিয়া (২০) নামের তরুণীর ঝুলন্ত উদ্ধার করা হয়েছে। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার বাবার নাম এমদাদুল হক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে মারিয়ার পরিবারের সদস্যরা কোনও তথ্য দেননি।

এদিকে, দোহার নবাবগঞ্জের শোল্লা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় সাপের দংশনে সুজন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার চাচি ময়না বেগম জানান, সুজন সন্ধ্যায় বাড়ির পাশে চকে যায় মাছ গিয়েছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে সুজন লুঙ্গি ছিড়ে পায়ে বেঁধে দৌড়ে বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। সুজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে গেলে চিকিৎসক তাকে রাত ১০টায় মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার এক ছেলে রয়েছে।

এআইবি/এএম