৫৭ ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের, চান না ১৯ ধারাও

৫৭ ধারাতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল এবং প্রস্তাবিত ১৯ ধারা সংযোজনের বিরোধিতা করেছে সম্পাদক পরিষদ। বৃহস্পতিবার পরিষদের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। একইসঙ্গে অনলাইন গণমাধ্যম বিষয়ক নীতিমালার খসড়া নিয়েও সভায় অপর একটি প্রস্তাব গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন মাহফুজ আনাম, তাসমিমা হোসেন, রিয়াজ উদ্দিন আহমেদ, এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান চৌধুরী, শ্যামল দত্ত, ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, খন্দকার মনিরুজ্জামান, সাইফুল আলম, দেওয়ান হানিফ মাহমুদ ও মতিউর রহমান।

সভায় আইসিটি আইন থেকে ৫৭ ধারা প্রত্যাহার, এ আইনে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়। সূত্র: বাসস।

/এফএস/ 

আরও পড়ুন- 

৫৭ গেলেও আসছে ১৯ থেকে ২২ ধারা
‘ভয়ের দণ্ড খাড়া রাখা!’