রাজধানীতে দুই তরুণের আত্মহত্যা

আত্মহত্যারাজধানীর আদাবর ও মিরপুরে আত্মহত্যা করেছেন দুই তরুণ। তারা হলেন আল আমিন আসিক ও রাজু আহমেদ। উভয়ের বয়স ২৪ বছর। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে তাদের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অন্যজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। শুক্রবার (২১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আসিক ও রাজুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম সিকদার জানান, আদাবরের মেহেদীবাগ ৬ নম্বর সড়কের ৯৫/এ বাড়িতে ভাড়া থাকতেন আল আমিন আসিক। তিনি কাজ করতেন একটি অ্যাম্ব্রয়ডারি প্রতিষ্ঠানে। কিছুদিন ধরে আসিক ও তার স্ত্রী শারমিন আক্তারের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাগ করে বাসা থেকে বেরিয়ে যান শারমিন। রাত সাড়ে ১০টার দিকে তিনি পাশের বাসার তরুণ কাউছারকে ফোন করে আসিককে ডেকে দেওয়ার অনুরোধ জানান। শারমিনের বক্তব্য ছিল, ১১টায় আসিককে কর্মস্থলে যেতে হবে।

এরপর কাউছার দরজায় গিয়ে ডাকাডাকি করে কোনও সাড়া পাননি। এ কারণে তিনি দরজায় সজোরে ধাক্কা দিলে তা খুলে যায়। পরে ভেতরে ঢুকে এই তরুণ দেখতে পান ফ্যানের সঙ্গে গলায় প্যাঁচানো রশি দিয়ে ঝুলে আছেন আসিক। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে রাতে ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মিরপুরের ২১৯/১৩ দক্ষিণ পীরেরবাগের বাসায় জানালার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় পাওয়া যায় রাজু আহমেদকে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাতে রাজুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় জানান, ময়নাতদন্ত অনুযায়ী গলায় ফাঁস দেওয়ার আগে ২০-২৫টি ট্যাবলেট সেবন করেন রাজু।

/এআইবি/জেএইচ/এসএনএইচ/